|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় শাল্যদানী

ছবিতে ঠাকুর
জীবনের গান গেয়ে যে নাবিক
মরণে দিলেন ঝাপ
তুলোয় আঙুল ছোঁয়া অনুভবে
তিনি জীবন্ত নীল তিমি অতলে
তাঁকে ছোঁয়া পাপ
আমাদের বাড়িতেও গীতবিতান আছে
আমাদেরও তিনি ঠাকুর,
বিনিময় প্রথা মিলিয়েই কেনাকাটা করা গান
গানের স্বরলিপি, আর তার নীরব প্রত্যাখ্যান
বাঙালী যে চতুর, ক্ষমা করবেন ঠাকুর!
মীমাংসা কবিতাকে মারে
কবিকে মারতে পারে না
তিথিতেও না, অতিথিতেও না।