|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় সোনালি

শ্রাবণ
শ্রাবণ এলে মেঘ মল্লার জয়জয়ন্তী
ঢেউ ভাবতে চাই।
তুমুল জলের ছিটে, পুবের এলোমেলো হাওয়া
অনেক আদর আর শুকনো জমির প্রতীক্ষার
ভিজে ভিজে অবসান।
কিন্তু, চারপাশের উত্তাপ, ঝলসাতে থাকে হাইওয়ে।
কৈশোরের নেশাগ্রস্ত অবসাদ।
নৈরাজ্যের অবসন্ন স্বাধীনতা।
আরও যা যা খবরে খবরে
ছাই হয় উড়ুক্কু বাতাসে।
এইসব মুছে ফেলে কোথায় বা রাখি বলো
প্রেম ; বাইশে শ্রাবণ আর তিনরঙ
দেশের পতাকা
কার হাতে দিয়ে যাব? বাঁশি –
হাতে নিয়ে বসে আছি।
এসো কেউ। তরুণ সময়।
বাজাও আকুল করা বান ডাকা
মন্দ্র দেশ রাগ।
বর্ষার জলের সাথে ধুয়ে যাক অবক্ষয়ী বিষ।
দেশের মাটিতে ফের নিয়ে এসো
আকুল শ্রাবণ।