সম্পাদকীয়

রোশনাই
পৃথিবী জুড়ে গল্প।
মৃত্যুর, ব্যথার, না – পাওয়া আরাম
আর না-মেটা সৌখিন যত।
সবাই বলছে, সামাল সামাল
ডুবে যাচ্ছে চৈতন্য
মাটি, বসুন্ধরা।
মহামারী দারিদ্র্য ত্রাসের উল্লাসে
অন্ধকারে ঢাকা পড়ছে মন।
তার মধ্যে লন্ঠনকে ধরি
সলতে জ্বালি মন দিয়ে
এ আলোই এক মাত্র হাতে
এক কুচি একান্ত উত্তাপ।
ঘরের নরম ওমে
কমলালেবু ভোরে
শীতের কড়াইশুঁটি
অথবা পাটালি
এক টুকরো ভালবাসা।
আদরের আলো।