শারদীয় উৎসব এসে গেল। এই মহামারীতে আগমনী শুধু মনে মনে।
তার মধ্যেই এই ভয়াবহ অত্যাচার আর হিংস্র হত্যা কন্যাদের।
কোথায় রাখবে মেয়েদের মা?
তারা তো তোমার কাছেই আসতে চায়?
শ্রী চরণেষু
আজকে আমি পুর্নিমা, মা
দেখতে পেলে তুমি?
মেঘ ছাপিয়ে টাপুর বৃষ্টি নামল
শীতল ভূমি
গাছ গজালো শস্য পাতায়
ঝলমলানো আলো
তুমি কেবল আলোই চাও তো
রাতের ঘন কালো ও
তাই ঢেকেছি জোছনা দিয়ে
কী বলছ? দিই ফাঁকি
নেহাত পাতায় পাতায় ঘুরি
শিকড় খোঁজা বাকি
থাকনা শিকড়। পাতার ডগায়
পুচকে প্রজাপতি গুনতে গুনতে
পুজোর শিউলি ছোট্ট গণপতির
নেয়াপাতি ভুঁড়ি তে রোদ
ঢাকের কাঠি শাড়ি
ঠাকুর এলেই “বা” আর তুমি
পৌঁছে যেও বাড়ি।
দূর? কে বলে আদর দূরে
ঠিক বাড়াবে হাত
মায়ের মনের আকাশে যে আমিই
মায়ের চাঁদ।