জন্মাষ্টমী স্পেশাল এ সঙ্কর্ষণ

অস্ত্র পরিহারে
আলসে ভোরের মাঝে ব্যস্ত কুয়াশা
দেহাতি জবানে কারা খালিপায়ে নেমে এলো,
“রাম রাম”, “বোলো কৃষণ কানহাইয়া লাল কি”…
মাছ, মাংস, পেঁয়াজ ওরা ছোঁয়না কখনো।
তবু এই নাকে চোখে যতো মাখামাখি…
হেসে হেসে স্বপ্নতে ততো বেশী আসে প্রিয়জন।
কাঁধে রাখা বন্দুক কীসে যেন তাক করা আছে
একটানে ঘোড়া ছুটে আয়নাকে করে চুরমার।
কারা যেন প্রেম ক’রে গোলাপ হ’য়ে যায়
কারা যেন গোলাপ হ’য়েও গায়ে দেয় যন্ত্রণা কাঁটা,
ঘামে জলে রক্ত মিশিয়ে সকালের ছোলা ভেজা খায়…
ইতিহাস খুলে রাখে অঙ্কের নামে শুধু বিয়োগের খাতা।
ধ’রে ধ’রে পোকা খেতে দেখো বা পোকা ধরা আনাজ
পৃথিবীর সবচাইতে দূরদর্শী কুনোব্যাঙটির নাম পুরুষ,
হিংস্র লকলকে তার জিভই শুধু দেখতে পাও অথচ…
এই সাপের পেটের মতো লম্বা কুয়োটির ভেতর
তারা সমস্ত লোভ সংবরণ ক’রে
ঈশ্বরের খোঁজে ব্যস্ত কুয়াশার সাথে ছোটাছুটি করে।