নাহ। গান সুর প্রেম সব পালিয়ে যাচ্ছে আতঙ্কে। মহামারী। সারা পৃথিবী জুড়ে।
দেশের সমস্ত দিকে, সব পেশা সব বয়সের মানুষ প্রাণ হারাচ্ছেন।
অক্ষর কর্মীরা প্রাণপন চেষ্টা করে চলেছেন মনের মধ্যে আলো জ্বালিয়ে রাখার।
মনে করিয়ে দিচ্ছে শিল্পী মন, এতো মেঘের দিন, মল্লারের সময়।
সুরের উচ্ছ্বাস, বৃষ্টির ফোঁটা…আসুক শব্দের মেঘ বেয়ে।
কিছুক্ষণের জন্যে ভুলিয়ে দিক ভয়ের করাল ছায়াকে।
ঘিরে থাক প্রেম আর রামধনুর সাত রঙ, ভিজে যাওয়া আর্ত পৃথিবীর অসহায় মনের চারপাশ ।