কবিতায় বলরুমে শর্মিষ্ঠা
by
·
Published
· Updated
রৈখিক
দূরত্ব বেড়েছে অনেকটাই
যেভাবে শেকড়ের আড়ালে রয়ে যায়
গুপ্তগুহার দরজার খোদাই
নেমপ্লেটে লেখা থাকে সর্বনামের আশনাই |
চলে গেলে পথটুকু আঁকা থাকে
গোড়ালী আর অশ্বক্ষুরাকৃতি হ্রদ
সৃজনশীলতায় ধুম্র ছায়া মাপে
সমীকরণ শেষে ভাগশেষ বৃহৎ, আরো বৃহৎ |
এক ক্রোশ
এক যোজন ক্রোশ
যা কিছু নির্নিমেষ
আলোকবর্ষ হোস…
চৌকাঠে খুলে রেখে হাওয়াই চপ্পল
আদিমগুহায় চাক্ষুস তুলির টান অবিকল
পাহাড় থেকে মাটি থেকে স্তুপ, কলোরল
জলের কাছে সব চুপ, নিশ্চুপ, নিশ্চল |
একটা দুমুখো সাপ হেঁটেছে, খুঁজেছে দুটো সাঁকোর তল |