■ লেখা পাঠান যেকোনো মাসের যেকোনো তারিখে। ২৪ ঘন্টাই আমাদের দপ্তর খোলা।
housetaranga@gmail.com -এ
লেখা পাঠিয়ে তিনমাস অপেক্ষা করুন। লেখা পাঠানোর পরবর্তী তিনটি সংখ্যার মধ্যে লেখা প্রকাশিত না হলে বুঝতে হবে আপনার লেখা মনোনীত হয়নি।
■ প্রতিমাসের ১০ তারিখে প্রকাশিত হবে T3 এখন তরঙ্গ
■ লেখার সাথে নিজের ছবি ও পরিচিতি পাঠাতে পারেন।
(বাধ্যতামূলক নয়, আপনার ইচ্ছাধীন)
■ স্কুলপড়ুয়াদের ক্ষেত্রে বিদ্যালয় ও শ্রেণির উল্লেখ বাধ্যতামূলক।
■ লেখা পাঠান নিম্নলিখিত বিভাগ সমূহে :
◆ কবিতা : সাধারণ কবিতা, অনু কবিতা, গদ্যকবিতা।
অনধিক ১০ লাইন
◆ ছড়া : ছড়া, ছড়াক্কা, হাইকু, লিমেরিক, শামেরিক ইত্যাদি।
অনধিক ১০ লাইন।
◆ গদ্য : গল্প (ছোট, অণু), প্রবন্ধ, নিবন্ধ, মুক্তগদ্য, উপন্যাস, নাটক, ভ্রমণ, পত্রিকা-সিনেমা আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা মূলক গদ্য ইত্যাদি।
সর্বাধিক শব্দ ধরুন ৩০০
◆ নিয়মাবলী :
● কবিতা ও ছড়া বিভাগে লেখা পাঠালে কমপক্ষে দুটি লেখা পাঠাবেন।
● একজন একাধিক বিভাগে লেখা পাঠাতে পারেন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন