এ শহর আজ অগভীর হয়ে বাঁচে
তোমার আমার কথাগুলো থাক গোপন
গড়িয়া মোড়ে সাবধানে আজ হেঁটো
ভালোবাসি শুধু নতুন প্রেমের সাজে
বৃষ্টি লিখেছি খাতা ভরে বারোমাস
৫ নম্বর বাসস্ট্যান্ড শুধু জানে
অ্যান্ড্রুজ আর কলেজের নাম নয়
মেঘ নেমে আসে মাঠে আর ময়দানে
কুন্ডু কাকুর চায়ের দোকান ফেলে
ডালের পকোরা আসলে একটা ছুতো
তখন তোমার রাতের বিরাট খোঁপা
স্পর্শ করে আমার কবিতা যত
৩২.
জানি তোমার গল্প ভালো লাগে
কবিতা শুধু তোমার নিজের কাছে
সবটা কথা তোলা থাক কোনও খানে
পাহাড় ভেঙে যে অলি গলি
ঝড়ের রাতে পাগলের ঝগড়া
যে অটো হঠাৎ থেমে যায় মাঝপথে
সময় বলে সাদা খাতার পাতায়
অনেককিছু লেখা আছে বাকি ..
বাকিটা আজ গল্প বলার শেষে
আমরা যাবো বৃষ্টিমেঘের দেশে