তুমি ওই পৃথিবীর মত
আর আমি তার উপগ্রহ চাঁদ
তুমি আনমনা হয়ে ঘুরে বেড়াও
নিজ কক্ষপথে
আর আমি তোমার পানে তাকিয়ে
ঘুরে বেড়াই তোমার চারিদিকে।
এখন যেন রাতেও তোমাকে দেখতে পাইনা
যেনো তোমায় দেখা বারণ
হয়তো গ্রহণটাই তার কারণ
তবে এ গ্রহণ কাটবে কবে
আর কতদিন থাকবে এভাবে
তোমার উপগ্রহ যে অপেক্ষায় আছে
আবার তোমায় দেখতে পাবে ……….?
দিনে তোমায় ছোঁয়া বারণ
তাইতো রাতেই আমার আলোয়
তোমাকে সাজিয়ে রাখতে চাই
কি জানি তুমি কেমন আছো
আবার কবে সুযোগ পাবো
আমার রুপোলি আলোয়
তোমাকে ভরিয়ে তুলতে
এখন অপেক্ষা এই গ্রহণ কাটার
অপেক্ষা আবার তোমাকে সাজিয়ে দেবার।