T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় সঙ্কর্ষণ

এসো
বিসর্জনের পর, মা’র পথের দিকে চেয়ে
ভাবছি এখন কাল সকালেই আসবে আরেক মেয়ে।
আশীর্বাণীই থাক, আজ ভোলাও সকল শোক
সকল ছেলের ঘরের ভেতর সে লক্ষ্মী লাভ হোক।
গুড়ের নাড়ুই পাই, কী তিলের নাড়ুই তা
মুখের মতোই থাকুক মিঠে বুকের ভিতরটা।
তিনিই সকল মা, আর তিনিই সকল বোন
নকল প্রণাম পাঠায় দূরে প্রাণের আপনজন।
চাঁদপানা মুখ তাঁর, সে মুখ আপন ভোলায় কার?
এ মিথ্যে সব শ্লোক, পূজাও হৃদয় থেকেই হোক।