T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় সোনালি

কোজাগর
খুদকুঁড়ো।
খুদকুঁড়ো, গেরস্তের হেঁসেলে কৌটোতে
আরামের কাঁথা আর ওমে ঢাকা বালাপোষ ঘিরে
স্বল্প সাধ্য ঘরবাড়ি, তৃপ্তি খোঁজা
ঘরোয়া মানুষ ;
একান্ত নিভৃত দিয়ে ঘিরে রাখা আদর সোহাগ
পরিপাটি চিরুনীর আল্লাদে খোকাখুকু, হাসি
অনাবিল মশকরা, স্মৃতি রোমন্থন
আর আলো
তাকে বলে ঘরকন্না
তাকে বলে গৃহস্থের সুখ।
শীতলপাটির মত
মায়ের কোলের মত ভালো।
এত শান্তি
সব ক্লান্তি ঘাম মুছে দিয়ে —
এনে দিও
হে হেমন্ত, রাকা চাঁদ, তিথিডোর আলো
এনে দিও ঘরে ঘরে
খুদকুঁড়ো মঙ্গল সবার।
পূর্ণ হোক সব ঘট
কোজাগরী, এসো বারবার।