|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুদীপ্তা

১|
রেখে আসা পথের রডোডেনড্রন বনে বেপথু বাতাস তবুও একই ভাবে বইবে?
চলে যাওয়া আর শূণ্যতার মাঝে ড্রিব্ল করবে
করেই যাবে
পুরনো কথকথা…
বেওয়ারিশ বাতাস চলে যাওয়া কে আসলে ফিরে আসার নিখুঁত রোড ম্যাপ বলে,
তুই জানতিস…
তাই অবলীলায় পেরিয়ে যাস সব মায়া পথের জ়েব্রা ক্রশিং।
২|
বৃষ্টি মেটায় মন শরীরের বায়না
শরীর খোঁজে মাটির সোঁদা গন্ধ
মাটির সাজে তারার ফুলের গয়না
তারায় মাতাল জোনাক আলোর ছন্দ।।
৩|
ঝাঁকিদর্শনের অবকাশে আকাশের ডুব জলে মিশে যায় পলাশের ব্যাকুলতা,
আলো সমারোহের চান্দ্রক্ষণে সংক্রামিত হয় ধ্রুপদী আকাঙ্ক্ষা…
৪|
গোত্র খোয়ানো রেলপথ আর আমাদের যুগল যুগল চলন
ঘুঘু ডাকা দুপুরের এজলাসে হাইকু ছন্দে বিহ্বল জবানবন্দি লেখে ভাদরের গাঢ় আহ্বানে…
৫|
তার ফেরার পথে পথে বিছানো ছিল কিছু নিরঙ্কুশ বকুল
মূহুর্তে মিশে ছিল দুটি আপাত নিষ্পৃহ অথচ মিলোন্মুখ গ্রহের ব্যাকুলতা
চাঁদ সমারোহের খবর রোজ রোজ এক্সে ক্লুসিভ হয় কি????
৬|
আমাদের দেখা হয় হাজার আলোকবর্ষ পেরিয়ে
ঠোঁটের উষ্ণতা রাখা থাকে ভেজা বাতাস এড়িয়ে