T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় ঋভু চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
এখনই গীতাঞ্জলি
রোজদিন এই হাঁড়িকাঠ, জ্বলনে স্খলন মেরুদণ্ডে,
মুখ দেখানোর বেমালুম শ্রেণিবদ্ধতার ভিড় থেকে
অনেক দূরে লুকিয়ে গীতাঞ্জলি ‘তুমি এবার আমায় লহো হে নাথ লহো।’
আর কথা নয়, বলা যায় না ফুসফুসে দাবদাহে।
লক্ষ মানুষ ছটফট, বিশুদ্ধ হাওয়াতে বাঁচা! স্বপ্নবাস।
ছিঁড়ে খাওয়া লাশটি আমার ভাই, আমার বন্ধুর।
ভেঙে দেওয়া ঘরের বাইরে বাস করা রক্তাত্ব মানুষ আমার মাটির।
আমি আপারগ শ্বাস দিতে, ছুটে বাঁচাতে প্রাণ অথবা
ফিরিয়ে দিতে ঘ্রাণ নেওয়ার সূক্ষ শক্তিটুকু।
মুখ ফিরিয়ে আবার গীতাঞ্জলি, ‘এবার নীরব করে দাও।’
কথা বলে আর নতুন কি কথা হবে?