T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় রণিত ভৌমিক
by
·
Published
· Updated
পঁচিশে বৈশাখ ও রবি ঠাকুর
সাহিত্যের বক্ষদেশে স্পন্দন হয়ে,
তুমি যে আজও বেঁচে আছো।
রাজনৈতিক সভা কিংবা পাড়ার মোড়,
বাঙালির আবেগে তুমি আজও মিশে আছো।
প্রেমের মরশুমে তোমার সৃষ্টির ছন্দেই,
যে শহর নিজের বৃষ্টি ঝরায়।
বিচ্ছেদের রাতে আবার তোমার লেখা সুরেই,
তার শত একাকীত্ব দূর হয়ে যায়।
সব ভাবনার উৎসমুখ,
প্রবন্ধে তার রেশ।
তোমার আলোয় আঁধার ঘোচে,
তোমার গানেই জেগে ওঠে আমার বাংলাদেশ।
সুখ দুঃখ এসব কিছুই আসবে যাবে,
তবু, রবি ঠাকুর মোদের মনে
শুধু পঁচিশে বৈশাখ নয়,
আজীবন অমর হয়ে রয়ে যাবে।