কবিতায় রনসুদাস জিতু

তোমার হাতটা ধরতে দেবে?
দিনের ভিড়ে হারিয়ে যাই বারবার,
তবু তোমার ছায়া খুঁজি চারপাশে।
অচেনা রাস্তায় হোঁচট খেলে মনে হয়,
তুমি থাকলেই সব পথ সহজ হয়ে যায়।
তোমার চোখের নীরব ভাষা বলে যায়,
যা হাজার শব্দেও বোঝানো যায় না।
কখনো বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেয় শরীর,
কিন্তু হৃদয় ভিজে কেবল তোমার উপস্থিতিতে।
ক্লান্ত পথিক আমি খুঁজে ফিরি আশ্রয়,
তুমি কি আমার আকাশ হতে রাজি হবে?
ভালোবাসা মানে শুধু স্বপ্ন নয়,
এটা হাতে হাত রেখে বাঁচার সাহস।
তুমি যদি বলো, পাশে হাঁটবে আমায় নিয়ে,
তবে আমি আর ভয় পাব না কোনো ঝড়কে।
সকল সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই,
শুধু একবার বলো, থেমে যাবে দূরত্ব।
আজ এই অনুরোধ রাখি তোমার কাছে—
তোমার হাতটা ধরতে দেবে?