জীবনকে বলি, আমি ডাক্তার দেখাতে যাচ্ছি,
কিন্তু আসলে আমি তোমার কাছে যাই। জীবন ছেলেমানুষ,
সত্যিটা সে ধরতে পারে না।
তোমার দরজায় অনেক স্নান বাকি পড়ে আছে,
তোমার ঘরে আমার নিঃশ্বাস অনেক দিন ঋণী …
তাবৎ সংসারকে ফাঁকি দেবো, জীবনকে দেবো লজেঞ্চুস,
বলবো, আমার শরীর খারাপ, হাসপাতালে যাচ্ছি,
কিন্তু আমি তোমার কাছে যাবো।
জীবন ছেলেমানুষ, সত্যিটা ধরতে পারবে না