T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রূপক সান্যাল

নতুন দিন
একটি দিন শেষ হতেই পরবর্তী দিনের
প্রস্তুতি আরম্ভ করি
ওই মেঘগুলো সব নতুন – নতুন মেঘ
এসে ভিজিয়ে দেবে আমার
পুরোনো শরীর – আবারও আমার পুরোনো
আমি উড়তে চেষ্টা করবে
নতুন বাতাসে নতুন করে – আজ সারাদিন
যে আগুনে পুড়েছি, সেই
একই রকম বজ্রপাতের নিচে আবারও মাথা
পেতে দেব শিরস্ত্রাণ ছাড়াই
আজকের কাদামাটি কালকের নতুন দিনটির
মুখে আবার মাখাবো
অনেক দূর দিয়ে সাফল্য চলে যাবে
হাত নেড়ে বলে যাবে –‘একটু তাড়া আছে … ‘
একটি দিন শেষ হতেই আমি পরবর্তী দিনের
প্রস্তুতি আরম্ভ করি
সব দিনই এক একটি নতুন দিন