বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবীন্দ্র সংঘের থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রদীপ জ্বালানো এবং বক্তব্য প্রদানের জন্য প্রধান অতিথি হিসেবে হাজির পাড়ার স্বনাম ধন্য ব্যক্তি প্রকাশ চৌধুরী । যিনি কিনা প্রতিবছর মোটা অঙ্কের ডোনেশন দিয়ে থাকেন।
বিকেল থেকেই গ্রামের সব মহিলা-বাচ্চা-পুরুষেরা মঞ্চের সামনে সিট দখলের জন্যে হাজির। অনুষ্ঠানের সূচনায় প্রকাশ বাবু প্রদীপ জ্বালালেন। এরপর সুচি অনুযায়ী সকলের সামনে পাঞ্জাবির পকেট থেকে কাগজের টুকরো বের করে পরিবেশ সচেতনতা নিয়ে বলতে লাগলেন।
জল অপচয় বন্ধ করতে হবে, প্লাস্টিক ক্যরিবাগ বর্জন করতে হবে , যত্র-সত্র নোংরা ফেলা যাবেনা,কু-সংস্কার মুক্ত সমাজ গঠন করতে হবে। আর গাছ সম্পর্কে দেখে দেখে বলতে লাগলেন-“গাছ প্রচুর পরিমানে লাগাতে হবে, গাছ থেকে আমরা অক্সিজেন-ফল-ফুল-ছায়া পাই। গাছ কেটে ফেলার জন্যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে । মাটি ধসে যাচ্ছে, কখনো কখনো খরা-বান দেখা দিচ্ছে। তাই আমাদের সকলকে গাছ লাগাতে হবে এবং পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে।”
প্রচুর হাততালির আওয়াজ উঠে এলো ।
বক্তব্য শেষে ভি.আই.পি. সিটে বসতেই ফোন বেজে উঠলো প্রকাশ বাবুর-“ হ্যালো বাবা, সতু কাকা যে আজকে এলো না, তাহলে নিমগাছটা কাটবে কে? আর কালকে কি করে গাড়ি ঢুকাবো গ্যারেজে?
-আরে, সতুতো আমার এখানেই আছে, কাল সকালেই করে দিবে বলেছে!