মার্গে অনন্য সম্মান রাজশ্রী সেন (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৬
বিষয় – মে দিবস
মে দিবস
আমরা শ্রমিক,
আমাদের শ্রমের সিঁড়ি ভেঙে তোমাদের সভ্যতার উন্নয়ন
আমাদের নোনা ঘামের স্বাদ লেগে আছে ফসলের প্রতিটি দানায়।
রোদে সেঁকা চামড়ার আড়ালে লুকোনো
খাঁচায় বন্দী হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন উদ্দাম গতিতে,
কলের চাকা ঘুরিয়ে বিক্রি হচ্ছে বিশ্বায়নের বাজারে।
মালিক পক্ষের মিথ্যে আশ্বাসে বঞ্চিত নায্য অধিকার,
অভুক্ত জীবনের অন্তর্জালে প্রতিবাদী বেদনার পেট,
শোষণের সীমারেখায় সমাপ্তহীন লড়াই আর
বাঁচার যৌতুকে শ্রমের নায্য মূল্যের নির্বাসন।
শ্রমিক দিবসের স্লোগানের জনস্রোতে বুদ্ধিজীবীদের বক্তৃতার অগ্নিভ উচ্ছ্বাস,
শ্রমিক মজুরের ফুটপাতে দিতে পারে না সাদাভাতের ঘ্রাণ।
মালিকের বঞ্চনায় সঞ্চিত জমাটি দীর্ঘশ্বাসে
জেগে উঠুক অধিকারের প্রতিবাদ,
ক্ষোভের প্রতিশোধে শ্রমিকের রক্ত অশ্রুতে
অঙ্কুরিত হোক্ বিপ্লবের বীজ।
আর হাত পেতে প্রাণভিক্ষা নয়,
শ্রমের মুক্তিযুদ্ধে গড়ে উঠুক সমবন্টনের ইতিহাস।।