দিব্যি কাব্যিতে রেজুয়ান সরদার

বয়স, বাড়েনি তো খুব বেশি
বয়স!
কই, বাড়েনি তো খুব বেশি;
হইনি তো খুব বুড়ো!
চুলে পাক ধরেছে?
হ্যাঁ! ধরবেই তো,
সময় কী আমার খুড়ো?
চুনকাম!
সে তো করেছি দেয়ালে,
দেখোনি কি বাপু গিয়ে বাড়ি?
সাদা হয়ে গেছে, যাক না,
চুল তো আমার,
লাগাব না তাতে কালি।
ঢ্যাঁড়া পিটোস!
বলি পেয়েছিস কী,
যত ছেলেমানুষির দল!
তোদের কী পাক ধরবে না চুল?
আলকাতরা লাগানো,
সেটা আমার কাছে বল।
কি হয়েছে?
পেকেছে তো চুল,
দাঁত তো আর ফোকলা হয়নি,
পড়েনি তো মাথায় টাক।
আচ্ছা, না হয় বুড়ো ডাকিস,
তোদের কথাই থাক।।