দিব্যি কাব্যিতে রেজুয়ান সরদার

“জীবনকে আমি খুব নিকট থেকে দেখেছি”
জীবনকে আমি খুব নিকট থেকে দেখেছি।
উজ্জ্বল নয়ন মুদিল যেই,
আমার হাতে তার উষ্মা তখনও বিদ্যমান।
আঁধার থেকে পা বাড়িয়েছি আলোর পথে,
অচেনা অলিগলি; গন্তব্য বহুদূর।
ধ্রুবতারার দিকে গতি, বিরতিহীন।
প্রতীক্ষারত চুম্বকের মতো শক্তি।
তৃষ্ণার কী দোষ? মরীচিকায় জলের খোঁজ?
জীবনকে আমি খুব কাছ থেকে দেখেছি,
সাগরের তীরে, বালুচরে।
ঢেউয়ের মাঝে, মুছে যায় বারবার
কষ্টের ফল, রয়ে যায় শুধু বিক্ষিপ্ত স্মৃতি।
দেখেছি ক্ষুধার্তের চোখে,
জীবন বড় করুন, বেদনার;
তবু আশাহীন নয় এ জগত।
সৌন্দর্য, কৌমার্য, নবাগত যুবতীর মতো জীবন;
পরিমিত, চোখে ভালবাসার আস্ফালন।
বুকভরা আলিঙ্গনে মত্ত সে হৃদয়।
জীবনকে আমি দেখেছি,
সে কঠোর, তবে নির্দয় কভু নয়।।