কাব্যানুশীলনে রেজুয়ান সরদার

পরম – ক্ষত
জমাট বাঁধছে রক্ত,
বুকের বাঁ পাশে।
ছিন্নভিন্ন অনুচক্রিকার দল
আজ একতাবদ্ধ।
তবে, ক্ষতটা যে অন্দরমহলে!
ভয় হয়না আর কিছুরই।
টাইটানিক ও তলিয়ে গেছে
আটলান্টিকের অতলে।
হৃদযন্ত্রের টিকটিক শব্দটিও,
একদিন ধুকধুকিয়ে,
বন্ধ হয়ে যাবে চিরতরে।
তখন বাতাসের কার্বন ডাই অক্সাইড
বাড়বে না আর কোনো দিন।