দিব্যি কাব্যিতে রেজুয়ান সরদার

প্রাপ্তি
মোক্ষ, কী পেলাম অবশেষ !
নির্বাণ কি সম্ভব ?
অতঃপর, শুধু স্বার্থপরতা;
কিপ্টেমি, ব্যস্ততায় নিঃশেষ ।
অনুরাগ, বিরাগভাজন
আস্বাদিত জীবন;
প্রাপ্যটুকুই ছিল পাওনা
নিভৃতে, শূণ্যতায় প্রস্থান।
প্রাপ্য কী ভালোবাসা নয় ?
অনাদরে কাঠিন্য বুক;
নরম উদরে জমে মেদ
তবু, স্নেহের বৃষ্টিচ্ছায় !
বৃষ্টি! প্রাপ্য কী নয়, সোনাধন ?
মেদ জমেছে অন্তরে;
তবু অন্নেই আছে বাঁধন,
প্রাপ্তি, তবে শূণ্যতায় প্রস্থান ।।