T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় রুবি রায়

স্বার্থপরতা এখনো বি.এ পাশ করেনি:-
খিলখিলিয়ে বয়ে চলা আঁচলে
চৈত্র হাসির মুক্তরা অভিধান খোঁজে
ঘরের কৌণিকবিন্দু গুলিতে সাব কনসাস মেঘেদের ভিড়
তাদের ঠিকানা স্থিতিজাড্যের কোলে বসে কমলা খায়
আজ দেখলাম,হ্যান্ডসাম আধ-ন্যাংটা শিব
তার পুরুষাঙ্গ উপছানো দরিদ্র সার্টিফিকেট সহ স্বদেশীবাদ
পুংকেশর ঘাম অটোর সিটে লেগে আছে
অথচ আমায় কেউ লক্ষ্য করছে না।
এই শহরের সহস্র তারাদের বিদ্রোহে
আমি কখন পুড়ে গেছি….
মায়ের নাভিতে রানার এখনো অ্যাবসেন্ট
বহু পাতাঝরার মাঝে বসে একের পর এক কাঁধ দিয়ে শিখেছি–
আমার স্বার্থপরতা এখনো বি.এ পাশ করেনি
স্বপ্ন অপহরণ কালে রাত ছিল ঊনিশ
সভ্যতার বাতাসে কত ভাইরাল হওয়া প্রস্রাব ভুলে গেছে তাদের গন্তব্য
আজও কৃষ্ণচূড়ার বুকের রক্ত দেখে কেউ বলে আহ! কী সুন্দর রঙ।