কবিতায় পদ্মা-যমুনা তে রাজু রোজারিও

অসাম্প্রদায়িকতার গান
শেষ প্রায় রমজান, ত্যাগ ও সাধনা, আসন্ন ঈদ
মনুষ্য ব্যস্তসবে, উৎসবে আয়োজনে মিলিত হতে,
যদিও তাপদাহ, বহিছে লু হাওয়া, সকলইতো তপ্ত।
তবুও মানুষ ছুটছে নাড়িরটানে বাড়ীর টানে
দেখা হবে প্রিয়জনে, গল্প হবে, হবে ঘোরাফিরা
গাহিবে মিলনের গান সবেতে আনন্দের উৎসবে।
হোক অসাম্প্রদায়িকতার গান, লালনে সম্প্রীতি
প্রাণেতে আসুক আনন্দ হোক জয়ের গান,
মুছে যাক সকল ব্যথা, বিদ্বেষ, শত্রুতা অহংকার
হোক শুরু নতুন করে, যুদ্ধ সকল যাক থেমে।
এবার তবে আসবেই বৃষ্টি, ঝরবেই বারিধারা
প্রকৃতি হবে শান্ত, উল্লাসে সার্বজনীন শুভেচ্ছায়।