T3 || ঈদ স্পেশালে || লিখেছেন রওশন রুবী
by
·
Published
· Updated
বাঁক
তুমি তার কথা বল না। তার পদচ্ছাপ মুছে দিয়েছে আবাল নাবিক,
শুয়োর আর কুকুর শাবকগুলো মেড়মেড়ে হাসে,
তাবুর মধ্যে জ্বালিয়ে দেয় লজ্জাবতী রোদ্দুর।
তুমি পিছল পথের বাহু ছুঁয়ে ছুঁয়ে নেমে যাও চারুকলার ক্যানভাসে
ফ্লোরের রেখায় রেখায় তুলিতে তুলিতে ক্রিম মেখে নাও, একটা মানুষ জানে
ভঙুর জাতির ভেতর কী করে প্রোথিত করে দিতে হয় দৃঢ় প্রত্যয়।
শ্বেতগুহা থেকে আমাজানের আদি-অন্ত পাঠে চশমা বদল করে দিও না ডুব
জীবনের বাঁক জানে খাঁটিরাই পড়ে থাকে অবারিত একাকিত্ব নিয়ে নিশ্চুপ।