প্রবাসী ছন্দে রতন রহমান (বাংলাদেশ)

হারিয়ে যাওয়া তুই
তোর কি মনে পড়ে সখি
তোর কি মনে পড়ে?
চৈত্র দুপুর হাওয়ার শাসন
কালবৈশাখী ঝড়ে।
পাতা ঝরার পথ মাড়িয়ে
হাজার মধুর স্মৃতি,
অনেক দূরে চলার পথে
আনন্দ সম্প্রীতি।
ঝরাপাতার আনন্দরা
উঠবে গেয়ে গান,
শুনবো দু’জন হাঁটবো আহা
জাগবে হৃদয় বান।
তোর কি আজো মনে পড়ে?
গেল বছর মাস,
কোথায় গেল ঝরা পাতা
সবুজ দুর্বা ঘাস?
কোথায় গেলো চারিপাশে
বনের গায়ক পাখি?
পথের ধুলোয় মিলিয়ে গেলো
জলে ভরা আঁখি।
আজো কাঁদে দোয়েল শ্যামা
হাস্নাহেনা জুঁই।
আর হলোনা হাঁটা আমার
হারিয়ে গেলি তুই।