কবিতায় পদ্মা-যমুনা তে রওশন রুবী

নদীর জন্য আগলে নিও না নদী
নদীর জন্য আগলে নিও না নদী রমা দাস,
যার ধর্ম ভাঙা আর গড়া, তাকে আগলে না নিয়ে
গড়ে যাও, গড়ে যাও; গড়নেই হও অভিনব কারখানা।
তারপরই দেখবে অনেক হৃদয় শুশ্রূষা চেয়ে উন্মুখ,
গৌধুলি তোমার হাতে দেবে পরিণত সুষমা,
অসাম্প্রদায়িক চেতনায় খুলে দিও বসন্তে ফারাক্কা, কাপালিকের হৃদয় ভেসে ছুটে যাবে কলা।
নদীর জন্য আগলে নিও না নদী, ফুলের জন্য
নিও না ফুলের সুবাস। ভুলে যেও না- যা নাও নি,
আর যা নিয়েছো, আপদে বিপদে সবটাই জরুরী।