ক্যাফে কাব্যে রুদ্রপলাশ মণ্ডল

সীমারেখা
অপরাধবোধ আর গ্লানি
যেন একটাই দেওয়াল
সন্ধ্যা নেমে এলে বহুক্ষণ নদীর খোলা হাওয়ায়
আত্মদংশনের চিরকুট ভেসে যায়
কিছু উচ্চারণ ভয়ংকর
আচমকাই সেখানে আলোড়ন তোলে
আগ্নেয়াস্ত্র হাতে যেন দ্রুত এগিয়ে আসতে থাকে
গরল অমাবস্যার রাত;
ভয়ার্ত বাতাস ছড়িয়ে পড়ে বিবস্ত্র দিগন্তরেখার কোলে
অপরাধ বোধ আর গ্লানি শুয়ে থাকে পাশাপাশি
রক্তাক্ত ঘাসের অস্থির শয্যার উপর
অন্ধকার এতটাই গভীর যে কোনও সীমারেখা
টানা যায় না শেষ পর্যন্ত।