T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন রথীন পার্থ মণ্ডল

নক্ষত্র
(কবি শঙ্খ ঘোষ-এর স্মরণে)
হঠাৎ যখন ঘুম ভাঙে মাঝরাতে
চোখ মেলে দেখি আমার
প্রিয় নক্ষত্রটি কোথায় যেন হারিয়ে গেছে
হাজার চেষ্টা করেও তাকে খুঁজে
পাইনি কোনোখানে
প্রিয় নক্ষত্রের উজ্জ্বল আলোয়
স্নাত হয়েছিলাম একদিন
সেদিন কোনো বিজ্ঞাপনে
মুখ লুকাইনি আমি
শুধু সেই শঙ্খ নামক নক্ষত্রটিকে
আজো খুঁজে চলি অনন্তের পথে পথে।