T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রথীন পার্থ মণ্ডল

আমার ভাষা
আমার ভাষা মেঘের ভেলা
আকাশ থেকে বৃষ্টি,
আমার ভাষা মুখে আসা
আপন বেগে সৃষ্টি।
আমার ভাষা ফাগুন হাওয়া
জৈষ্ঠ মাসের ঝড়,
আমার ভাষা শারদ আলো
বর্ষা কড়াৎ কড়।
আমার ভাষা নদীর ধারা
ভাঙা গড়ার খেলা,
আমার ভাষা গাছে গাছে
সবুজ পাতার মেলা।
আমার ভাষা সুখের দুখের
যোগ বিয়োগের বীথি,
আমার ভাষা মুক্ত ঝরা
দীপ্ত কোমল গীতি।