T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় রথীন পার্থ মণ্ডল

আটটি পঞ্চবাণ কবিতা
১| রং
দোলের রঙে রাঙিয়ে চলি তোমায়
বৃষ্টির রঙে রাঙিয়ে চলি তোমায়
সময়ের রঙে রাঙিয়ে চলি তোমায়
সুখের রঙে রাঙিয়ে চলি তোমায়
জীবনের রঙে রাঙাতে পারলাম কই?
২| হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে এগোই সোজা পথে
হাঁটতে হাঁটতে এগোই জীবনের পথে
হাঁটতে হাঁটতে পৌঁছাই সাফল্যের চূড়ায়
হাঁটতে হাঁটতে এগিয়ে চলা আমার
হাঁটতে হাঁটতে পিছোতে পারিনি আমি।
৩| বলা ও চলা
জন্ম থেকে জন্মান্তরে পথ চলা
মন থেকে মনান্তরে কথা বলা
মানব থেকে মানবতা খুঁজে চলা
জীবন থেকে জীবনের পথে চলা
অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়া।
৪| থেমে যাওয়া
আগুন নিভে যায় জলের কাছে
জীবন থেমে যায় মৃত্যুর কাছে
কথা থেমে যায় নৈঃশব্দের কাছে
প্রেম থেমে যায় বিরহের কাছে
সময় কোথায় থামে বলতে পারো?
৫| থামা
আজ থেমে যায় কালের কাছে
কাল থেমে যায় পরশুর কাছে
অর্থ থেমে যায় অনর্থের কাছে
আমি থেমে যাই তোমার কাছে
মৃত্যু থামে কোথায় বলতে পারো?
৬| চুপ থাকা
চুপ থাকি চুপ থাকার জন্য
চুপ থাকি শুধু শোনার জন্য
চুপ থাকি এগিয়ে চলার জন্য
চুপ থাকি শুধু তোমার জন্য
চুপ থাকি শুধু শান্তির জন্য।
৭| তোমার ডাক
তোমার ডাকে এগিয়ে চলতে চাই
তোমার ডাকে রক্ত দেওয়া চাই
তোমার ডাকে দিল্লি চলতে চাই
তোমার ডাকে স্বাধীনতা আনতে চাই
তোমার ডাকে অনুপ্রাণিত হয়েই যাই।
৮| উত্তর খুঁজে পাওয়া
জীবন ছাড়া মৃত্যুকে পাওয়া যায়
মৃত্যু ছাড়া জীবনকে পাওয়া যায়
দিন ছাড়া রাতকে পাওয়া যায়
রাত ছাড়া দিনকে পাওয়া যায়
আজও খুঁজে চলি প্রশ্নের উত্তর।