কবিতায় বলরুমে রথীন পার্থ মণ্ডল

জনদরদী কবি
ঝোলা কাঁধে কবি ভাই
হাতে তার ব্যাগ,
হেঁটে চলে ভুঁড়ি নিয়ে
এটাই তার ট্যাগ।
কত কাজ করেন তিনি
জেলা থেকে জেলা,
কবিতার কাগজ নিয়ে
ছুটে যান মেলা।
মাঝে মাঝে বারাকপুর
চলে যান তিনি,
সংগ্রাম-ই জীবন তার
সঙ্গে থাকেন মিনি।
বয়স তার বেড়েই গেল
হল না তার বিয়ে,
এদিক ওদিক ছুটে বেড়ান
হেথা সেথা গিয়ে।
চিড়চিড়ে রাগ তার
জুড়ি মেলা ভার,
বেড়ে চলে ভুঁড়ি তার
যেন বড় জার।