গদ্যের পোডিয়ামে রথীন পার্থ মণ্ডল

বিকেল
কিছু কিছু বিকেল বয়ে নিয়ে আসে জন্ম, মৃত্যু, তোমার, আমার খবর। বয়ে নিয়ে আসে কত না বলা কথাগুলোকে, যে কথাগুলো একদিন বলতে চাইলেও বলা হয়নি কাউকে।
ইচ্ছে করে প্রতিটি বিকেলের কাছে আত্মসমর্পণ করি পড়ন্ত সূর্যের হাত ধরে। মাঝে মাঝে মনে হয় বিকেলের বুকে মিশে যাই, মিশে যাই নিজের কাছে, তোমার বুকে সমস্ত আলো নিয়ে।
বিকেল শেষ হলে সন্ধ্যা আসে, সন্ধ্যা শেষ হলে রাত, রাত শেষ হলে ভোর, ভোর শেষ হলে সকাল, সকাল শেষ হলে দুপুর, দুপুর শেষ হলে বিকেল– এ যেন খেলা চলতেই থাকে পরিবর্তনের, জীবনভর।
জীবনের শুরুতেও যেমন বিকেলের অপেক্ষায় থাকি, তেমনই জীবনের শেষ দিনেও বিকেলের অপেক্ষায় বসে থাকি নদীর ধারে, যেমন বসেছিলাম একদিন তোমার ফিরে আসার জন্য।