কবিতায় স্বর্ণযুগে রথীন পার্থ মণ্ডল (গুচ্ছ কবিতা)

চারটি পঞ্চবাণ কাব্য
১. অনন্তের পথযাত্রী
চলার মাঝে চলেই যাই আমি
ফেরার মাঝে ফিরেই যাও তুমি
চলা ফেরা, ফেরা চলার মাঝে
জীবনতরীর সরণী বেয়ে চলা নৌকোয়
যাত্রী হয়ে চলি অনন্তের পথে।
২. পথের চলাফেরা
ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে চলে যায়
তাকিয়ে থাকি যাবার পথের দিকে
বসে ভাবি বাকি থাকার কথা
কিছু কথারা বাকি থেকে যায়
তোমার আমার অব্যক্ত চলার পথে।
৩. জ্বালা
পেট কি জানে পেটের জ্বালা ?
মন কি জানে মনের জ্বালা ?
দেহ কি জানে দেহের জ্বালা ?
শব কি জানে সবার জ্বালা ?
তুমি কি জানো আমার জ্বালা ?
৪. ফিরে পাওয়া
জীবন ফিরে পাই জীবনের কাছে
মন ফিরে পাই মনের কাছে
প্রেম ফিরে পাই বিরহের কাছে
আমাকে ফিরে পাই আমার কাছে
ভাঙা সম্পর্ক কি ফেরে কাছে?