T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় রতন পাল

মিঠে বোল
মিঠে বোলে মুখে তোলে ভোলা মনে শিশু,
খোলা হাসি খেলে রাশি লাগে ছোট যীশু।
মন মাঝে শিশু সাজে আধো আধো ভাষা,
মা মা ডাকে কথা রাখে বাজে সুরে আশা।
শুভক্ষণ তনুমন সেই প্রাণে জাগা,
চলা শুরু মা-ই গুরু হৃদে দেয় দাগা।
সেই ভাষা অভিলাষা ভরে আছে মনে,
পুরো মুখে জোড়ে সুখে জীবনের সনে।
সহজিয়া জাগে হিয়া অনুভবে মেলে,
মুখে মুখে কত সুখে বয়ে চলে খেলে।
ভাষা মাঝে কথা সাজে আবেগের তালে,
মনোবীণা চির ঋণা ভাষা খেলে ভালে।
সে ভাষায় কী আশায় একদিন তাই,
বুঝেসুঝে নিজে যুঝে প্রাণ দিলো হায়।
পাকি সেনা চেনে কে না পরাভূত হয়ে,
একদিন ভাষাহীন করে দিতো লয়ে।
তা-ও বীর ভেঙে নীড় হিসাবটা কষে,
ছক সব তুলে রব ভাষা রাখে বশে।
জান দিলো পাকি নিলো শোনিতের ধারা,
যায় বয়ে মা’য়ে ক্ষয়ে হলো পুত্রহারা।
সেই যুঝ সবে বুঝ কে কে ছিলো বীর,
ধীরপায়ে নিজ সায়ে যুদ্ধে ছিল স্থির।
সেই রঙে মেলে ঢঙে বাংলার এ ভাষা,
আশা ভরে খুশি মরে পাকিদের আশা।