সম্পাদকীয়

আর তো মাত্র কটা দিন। শুরু হয়ে গেছে শিউলির আগমনী গান। শরতের মেঘে উঁকি দিচ্ছে সোনা রোদ্দুর । কাশের বনে মাতালি হাওয়া। মা আসছে। আমাদের ঘরের মেয়ে উমা আসছে। তার আগমনে জেগে উঠেছে বিশ্বব্রহ্মাণ্ড। তিনি মহাশক্তি। সমস্ত দেবতাদের তেজপুঞ্জ থেকে স্বরূপ ধারণ করেছেন। দুর্গা, যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। এবং যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন। দেবী দুর্গা হল পার্বতীর এক উগ্র রূপ । তিনি আদ্যা শক্তি। তিনি রণরঙ্গিনী এক মহাদেবী। তিনি চন্ডীকা যোগমায়া অম্বিকা তিনিই দশভূজা।