কবিতায় রতন পাল

গতির রেখায়
দেশের নানা প্রান্তে ঘোরা কেমন সহজ বলো,
ঠিক যদি কেউ চড়লো ট্রেনে বললো এবার চলো।
কু ঝিক্ ঝিক্ চলার তালে উড়াও স্বপ্ন তবে,
দেখো কেমন ইচ্ছে খুশি উড়াল দেবে ভবে।
স্বপ্ন কী আর এমন করে সত্যি চোখে আসে,
দূর দূরান্তে যাও যদি ঠিক তবেই ভরবে আশে।
রসের বশে দেখা হবে আশ মিটিয়ে খুব,
রূপসুধাতে মিটবে তরস গভীরে হয় ডুব।
চতুরঙ্গে এইতো জীবন নিজের আঙিনায়,
চাপলে ট্রেনে ছু-মন্তরেই ধিতাং নাচবে তাই।
পাখির মতো ডানা মেলে এদেশ থেকে ওদেশ,
দেখার মাঝেই দূর তো কাছেই বন্ধুত্বেরই রেশ।
আঁকতে পারো মনের ছবি কল্পলোকের ছায়,
ছন্দে পংক্তি জাগাবে যেই কবির বাসনায়,
দেখবে জীবন গতির রেখায় চলছে ধেয়ে জোরে,
জীবন চলবে নতুন অঙ্গে সীমা ভাঙবে তোড়ে।
গরম চায়ের এক পেয়ালা ধরবে নিয়ে হাতে,
দ্রুত তখন ছুটছে তো ট্রেন পথ পেরিয়ে সাথে।
দিগন্ত ছিল অনেক দূরের শিল্পীর আঁকা রেখায়,
আজ তো আপন অনেক কাছের ভীষন স্পষ্ট দেখায়।