অবশেষে গহনের গান শুরু হল নিবিড় রাতে! চারিদিকে হিম শিশিরের নিঃশব্দ পতন—
মাঝে মাঝে এলোমেলো অঘ্রাণের হিমেল বাতাস
শরীর নাড়িয়ে যায়।
পৃথিবীর সব প্রেম পরস্পর নিলীন রাতে
তার অপরূপ স্নিগ্ধতা খুঁজে নেয়
পরস্পর অপলকে,
স্বপ্নের মাদকতা আলিঙ্গনে কী কথা বলে!
সারারাত ঘুম নেই পেঁচকপেঁচকীর
সমুদ্রের গভীর থেকে মুক্তে পাওয়ার নেশায়।
গহনের গান এগিয়ে চলে—
মাটির বুকে ঘাসফড়িঙের সে কি লাফালাফি! নেশাতুর অবসর অলস বিকেল,
কতকাল অপেক্ষায় সার্থক এ-ঘন রাতে—
বন-আকাশের সে কি মাতামাতি!
মেহগিনি-অর্জুনের অনন্য মাতাল গন্ধ।