জীবন্মৃত কবি হৃদয়ে বারিধারা সিঞ্চনে…
সদ্যোজাত কবিতার ভ্রূণ মাথাচারা দিয়ে ওঠে…!
মনে পড়ে বিগত বসন্তের ব্যর্থ প্রেমের উষ্ণ চুম্বন…
বিগলিত হৃদয়ে আঁখিপটে তখন স্মৃতিমেদুর বর্ষণ…!
এক শ্রাবণসন্ধ্যায় আলস্যে ভরা তনুমন…
ফিরে চলে অতীতের স্মৃতিপথ ধরে…
অ্যালবামে খুঁজে ফেরে ফেলে আসা দিন…!
কফির উষ্ণতায়, নিকোটিনের ধূম্র জালে বা মদিরার নেশায়…
নিজেকে নিঃশেষে করে নির্শত সমর্পণ…!
এক শ্রাবণী সন্ধ্যায় নিজের সাথে দেখা হয় নিজের,
জীবনের অপ্রাপ্তি যত বৃষ্টির জলে ধুয়ে যায়….
কখনো অশ্রুধারায়… কখনো নীরবতায়…!
সিক্ত মনে আবার শুরু হয় প্রতীক্ষা….
বৃষ্টি ভেজা আবেশ মেখে নতুন স্বপ্নের দিন গোনা…!