• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫১
বিষয় – শ্রাবণসন্ধ্যা / ভাঙাচোরা স্মৃতি

এক শ্রাবণ সন্ধ্যায়

এক বর্ষণমুখর শ্রাবণী সন্ধ্যায়…
বৃষ্টির সাথে শুরু হয় আলাপন..!
আকাশের হৃদয় গলে অবিশ্রান্ত ধারা….
ঠিক যেন ঝুরো কদম ফুলের সওগাত…
ছড়িয়ে পড়ছে মুঠো মুঠো শহরের রাজপথে!
গোধূলির মুখ ঢেকেছে তমসায়….
ঘন নীরদে বিজুলির রেখা চমকায়..!
সন্ধ্যা নামছে চুপিসারে বৃষ্টিস্নাত ওড়নায়!
ভিজে ছপছপে কালো পিচ পথ শুনশান…
নিয়নের আলো মাখা বারিষের শরারত…
এলোমেলো বায় বৃষ্টির ছাঁটে শ্রাবস্তীর কারুকাজ..
অষ্টাদশী রমনীর বেশে নবযৌবনা প্রকৃতি…
দুরুদুরু বুকে পিয়া অভিসারে মিলনে ব্যাকুল!
প্রেমিকার মন উচাটন আজ গেয়ে ওঠে আনমনে,
” এমন দিনে তারে বলা যায়,এমন ঘনঘোর বরষায়…”!
মনের গোপন অনুভূতি গুলো বৃষ্টিভেজা খামে মেঘসায়রে ভাসায়…!
জীবন্মৃত কবি হৃদয়ে বারিধারা সিঞ্চনে…
সদ্যোজাত কবিতার ভ্রূণ মাথাচারা দিয়ে ওঠে…!
মনে পড়ে বিগত বসন্তের ব্যর্থ প্রেমের উষ্ণ চুম্বন…
বিগলিত হৃদয়ে আঁখিপটে তখন স্মৃতিমেদুর বর্ষণ…!
এক শ্রাবণসন্ধ্যায় আলস্যে ভরা তনুমন…
ফিরে চলে অতীতের স্মৃতিপথ ধরে…
অ্যালবামে খুঁজে ফেরে ফেলে আসা দিন…!
কফির উষ্ণতায়, নিকোটিনের ধূম্র জালে বা মদিরার নেশায়…
নিজেকে নিঃশেষে করে নির্শত সমর্পণ…!
এক শ্রাবণী সন্ধ্যায় নিজের সাথে দেখা হয় নিজের,
জীবনের অপ্রাপ্তি যত বৃষ্টির জলে ধুয়ে যায়….
কখনো অশ্রুধারায়… কখনো নীরবতায়…!
সিক্ত মনে আবার শুরু হয় প্রতীক্ষা….
বৃষ্টি ভেজা আবেশ মেখে নতুন স্বপ্নের দিন গোনা…!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।