সাতে পাঁচে কবিতায় রিতা মিত্র

আদল
ওর নষ্ট শরীর, বলে যাঁরা উপমা দিয়েছিল
রাতের অন্ধকারে তাঁরাও বাড়িয়ে ছিল হাত,
সকালে ধুয়ে ফেলেছিল গঙ্গাজলে।
যেদিন শিশুটি ভূমিষ্ঠ হয়েছিস, মা সাধ করে নাম রেখেছিল চাঁদ। আবারও হাতগুলি অন্ধকারের আড়াল নিয়ে
এগিয়ে গিয়েছিল, কাঁপা- কাঁপা হাতে শিশুটির মুখখানি এপাশ ওপাশ করে দেখতে চেয়েছিল মুখ এর আদলটা ঠিক কার মতো।