এসো দু-মিনিট নিরবতা করা যাক।
ছেঁড়া জামার কান্না থেমে গেলে,
টুকরো টুকরো অভিশাপ গুলো কুড়িয়ে জমা করি,
অ সময়ের বৃষ্টি।
দেশাইয়ের কাঠিতে কোনো স্ফুলিঙ্গ নেই।
আমাদের কোনো সুখের কার্নিশ নেই,
চিৎ হয়ে শুয়ে আছে ক্ষুদার্ত পেট,
ভাঙা এডবেস্টারের ফাঁক দিয়ে চাঁদের ঝলসানো রুটি মনে হয়।
সময় আটকে আছে লেভেল ক্রসিঙে,
শূন্য ভাড়ার খিল্লি করে অহরহ
আমাদের স্বপ্নের চালে শুধু প্যাঁচার ডাক।