আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ রূপালী মুখার্জি

অক্ষরের চত্বর
মা আঁকলে ফসলের মাঠে উপচে পড়ে অনাবিল রোদের দামালতা
আঁচলের মায়ায় বসন্তের হাতেখড়ি
সৌন্দর্যায়নের বিজ্ঞাপন টাঙিয়ে দেয় নীল আকাশের গোচর, দরাদরি না করেই
যেমনটা লিখলে নেশা হয় কলমের
ছেঁড়া পালে সাদা মেঘ ডানা মেলে দেয়,
ট্রেনের কামরায় অন্ধ বাউল গেয়ে ওঠে বর্ণপরিচয় না শুনেই
ভাঙা স্লেট নত মুখে মা আঁকে
দুপুর এসে শুয়ে থাকে ছায়ার বারান্দায়
খোলা চুলে পিঠ ভিজে যায়
কোথাও সেতার বাজেনি, আখরের পেয়ালায় বর্ণের চরণধ্বনী
মায়ে পোয়ে নিমগাছের মাথায় সুর্যের বাড়ি যাওয়া দেখলো মুগ্ধ চোখে।