T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রিতা মিত্র

নতশির
শিশুর আধোবুলিতে তুমি আছ
আছ তুমি বর্ণপরিচয়ে
তোমার আঁচলে লুকাই মুখ
তোমার কোলেই অবাধ সুখ ।
আমার মুগ্ধতার আকাশে তোমারই রঙিন বর্ণমালা
আমার নীরবতার ভাষাও তুমি।
ঊষার কিরণে তোমারই রুপ ঝরে
তুলসী তলার সন্ধ্যা প্রদীপের আলোতেও তুমি বিরাজ করো।
আমার স্বপ্নেও তুমি আছ
আমার স্মরণে তুমিই আছ
ভাটিয়ালীর সুরেও তুমি আছ
নজরুলেও তুমি।
একুশের আকাশে তুমি আছ
উনিশ এর প্রভাতেও তুমি আছ
তুমি প্রবাহমান এক নদী,
আমি তুচ্ছ এক ডিঙি নৌকা
তোমার আঁচল থেকে কুড়িয়ে নিই
ভোরের শিউলির মতো কিছু শব্দ
মালা গাঁথি কবিতার।
তুমি আমার বাণী, তুমি বন্দনা
তুমি প্রশ্রয় আমার, তুমি আশ্রয়
ঠোঁটের প্রথম বুলি তুমি
তুমি আমার কলমের ভাষা
তুমি আমার ভালবাসা
তুমি আমার বাংলা ভাষা
আ মরি বাংলা ভাষা
তোমার সামনে নতশির।