সাতে পাঁচে কবিতায় রিতা মিত্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অল ইজ ওয়েল
অনাস্থার মেঘ ঘনিভূত হচ্ছে
নিশ্বাসের উপর বসেছে প্রহরা
চলো ফিরে যাই, যেদিকে দুচোখ নিয়ে যায়
প্রাণ খুলে হাসি, নিজের সাথে কথা বলি দু দন্ড
গায়ে মাখি শীতল বাতাসের স্পর্শ।
চোখের পর্দায় ভাসুক নীল আকাশ, সাদা মেঘের ভেলা
ক্রমাগত হাঁপিয়ে উঠছি শহুরে বাতাসে
অজস্রের ভিড়ে বড়ো একা লাগে।
সূর্য অস্ত গেলেও যেখানে হয় না রাত,
ঢুলু- ঢুলু চোখে রঙিন স্বপ্ন
রঙিন রোশনাই আর শ্যাম্পেনের
আড়ালে তারা কী লুকোতে চায়, অজানা সব।
দম দেওয়া পুতুলের মতো ভ্রমবিলাসী, মনকে বোঝাতে চায়
“অল ইজ ওয়েল”।