দিব্যি কাব্যিতে রিতা মিত্র

ছায়া গন্ধ
ঘুমের ভেতর পেরেক পোঁতার শব্দ
দেওয়াল ঘড়িটা কখন থেকে পাশ ফিরে শুয়ে আছে
নাইট ল্যাম্পের আলোর আবার ভূতের ভয়
আশ্চর্য চশমাটার খোঁজে ডুবুরি নামিয়েছি
তবে ডুবুরিদের জিজ্ঞেস করা হয়নি তারা স্কুবা ডাইভের প্রশিক্ষণ নিয়েছে কি না।
আকাশ জুড়ে ছোঁয়াচে অন্ধকার
শরীর জুড়ে ছায়া ছায়া গন্ধ।