সমুদ্র বিবাদী হলে বন্দরগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেনে,
যে কাকটি জাতির উদ্দেশ্যে ভাষন দিচ্ছিল,
প্রাক বর্ষার বৃষ্টিতে সে এখন ‘কাকভেজা’ ।
এত যে বিপ্লব চারিদিকে, একটু বিশ্রাম চাই।
পাপড় ভাজার সাথে এক কাপ গরম চা বিপ্লবের মোড় ঘুরিয়ে দিতে পারে,
আকাশে মেঘ করলেই রাস্তার ধারে ধারে গজিয়ে ওঠে চা-কফির দোকান।
সন্ধ্যা নামলে পাল্টে যায় শহরের চেহারা,
প্রতিবেশীকেও কেমন অচেনা লাগে।
রাতের বন্দরে কত বানিজ্য জাহাজ আসে-যায়।
ধর্মগুরুরাও আত্মরক্ষার্থে বিক্রি করে সুগন্ধি তেল।
শাসন কাজ চালাতে হলে একজন সফল মাদারি হতে হয়।