কবিতায় পদ্মা-যমুনা তে রকি মাহমুদ
by
·
Published
· Updated
কালের সান্নিধ্য
ইদানিং জীবন অতিবাহিত হচ্ছে নেপথ্য নির্দেশে
ঘটনার বিড়ম্বনায় পিষ্ঠ, হৃদয়ের প্রথাসিদ্ধ অর্জন।
পরিশীলিত চিত্রকর্ম দ্বিধান্বিত আপন অস্তিত্ব রক্ষায়।
নিরন্তর পুড়ে যায়, বিমূর্ত অবহেলায় অভিমানী ঠোঁট
ঘরান্তর সদম্ভ বিলাসী বিচরণ, যন্ত্রণার স্বর্গীয় অভিসার
গোপন দিগন্তের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে ক্লান্ত, তৃষ্ণার্ত মৃত্তিকা।
জীবন অপ্রত্যাশিত অভিজ্ঞতায় সমৃদ্ধ মঙ্গলময় কারুকৃৎ
অনুভূতির দরোজায় নিবিড় নৈঃশব্দ্যে চলে বিনয় বন্দনা।
অথচ; সভ্যতার সব নিদর্শন হারিয়ে যায় কালের সান্নিধ্যে।