এ কেমন দিন, এ কেমন আলোর উজ্জ্বলতা,
যেখানে বিশ্বাসের চারা মাথা তোলার আগেই, সমূলে উৎপাটিত হয়
চোখ থেকে ঝরে পড়ে লালসার লালা
ঠোঁটের আড়ালে লুকিয়ে বিষাক্ত কেনাইন দাঁত অপেক্ষা করে দংশনের
আঙ্গুলের মাথায় গজিয়ে ওঠে ধারালো নখ।
পেশিতে বেড়ে যায় পাশবিক শক্তি,
তারা ক্ষত বিক্ষত করে জন্মদ্বার।
উল্লাসে মেতে ছিঁড়ে খায় কাঁচা মাংস।
বিধাতা বরং অন্ধকার বিলাও,
নারী লুকিয়ে রাখুক নিজেকে।
পূনর্জন্ম হলে আমায় পশুকুলে জন্ম দিও। তারা মানুষের মতো ধর্ষক হয় না।